img

বাংলাদেশের ব্যান্ড দল গুলোর সব ধরনের খবর পাঠকদের কাছে পৌঁছে দিতে এবং বাংলা ব্যান্ডকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য হিসেবে দূরবীন ব্যান্ডের ভোকালিস্ট শহীদ, হিরনসহ বেশ কয়েকজন মিলে ‘ব্যান্ড মিউজিক এক্সপ্রেস’ নামের একটি ফেসবুক পেজ চালু করেন বেশ কিছুদিন আগে। তবে পেজটি এখন শুধু ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ নয়। এই পেজটির উদ্যোগে নতুন ১০টি ব্যান্ডকে নিয়ে ১০টি মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে কিছু দিন আগেই। মিউজিক ভিডিও গুলো রিলিজ হবে আগামী ২৫ শে ফেব্রুয়ারি ২০১৮। 
এবার "ব্যান্ড মিউজিক এক্সপ্রেস বাংলাদেশ" এর উদ্যোগে অনুষ্ঠিত হবে কনসার্ট। ঢাকার ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ২৩ শে মার্চ প্রথম বারের মত এই কনসার্ট আয়োজন করবে  "ব্যান্ড মিউজিক এক্সপ্রেস বাংলাদেশ"।কনসার্ট এর নাম দোয়া হয়েছে "ব্যান্ড মিউজিক এক্সপ্রেস রক ব্যান্ড ফেস্টিভাল"। এর আগে আগামী ২৩ ফেব্রুয়ারী ব্যান্ড মিউজিক এক্সপ্রেস বাংলাদেশের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, নতুন ব্যান্ড দলের অনেকেরই ক্যাম্পাসের এক্সাম থাকার কারণে কনসার্ট এর দিন পরিবর্তন করা হয়।

আগামী ২৩শে মার্চ রবীন্দ্র সরোবর (ধানমন্ডি লেক) কনসার্ট অনুষ্ঠিত হবে । কনসার্ট এ স্পন্সর হিসেবে থাকছে ওয়েল ফুড এবং এন আর জাপান। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জিরোআওয়ারটোয়েন্টিফোর এবং পুরো আয়োজন ৭১ টিভি লাইভ প্রচার করবে।
কনসার্টে গান গাইবে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দূরবীন। আরোও গান গাইবেন দেশের রক ধারার নতুন প্রজন্মের জনপ্রিয় নতুন ব্যান্ড ফ্রেড, Warsite, ব্যাসার্ধ, ঋকার, কনস্ট্যান্ট, ব্যাকবোন।

কনসার্ট এর মূল লক্ষ্য নতুন প্রজন্মের মাঝে বাংলা ব্যান্ডকে তুলে ধরা।ব্যান্ড মিউজিক এক্সপ্রেস আশা করছে দর্শকরা মুগ্ধ হয়ে কনসার্ট উপভোগ করবেন এবং নতুন ব্যান্ড দল গুলো বাংলা ব্যান্ডকে সামনে এগিয়ে যাবেন।

এই বিভাগের আরও খবর