জাতীয়
রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হয়েছেন ভূমি মালিকের ছেলে তানজীল জাহান ইসলাম। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ২০-২৫ জন সন্ত্রাসী তাকে বাসায় ঢুকে হত্যা করে বলে অভিযোগ পরিবারের। স্বজনদের অভিযোগ, ফ্ল্যাট দখলের জন্য বাসায় হামলা চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ মামুন ও বিএনপি নেতা শেখ রবিউল আলমের কোম্পানির লোকজন। পিটিয়ে হত্যা করে তানজীলকে।