অর্থনীতি
ঈদুল আজহা ঘনিয়ে এলেও রাজশাহী অঞ্চলের খামারগুলোতে লালন-পালন করা দেশি গরুর বেচাকেনা এখনও জমে ওঠেনি। খামার মালিক ও ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন স্থানে বন্যার প্রভাব পড়েছে কোরবানির পশুর হাটে। তাই হাটে খুব একটা দেখা মিলছে না জেলার বাইরের ব্যাপারিদের। খামারিদের দাবি, উত্তরবঙ্গের সবচেয়ে বড় সিটি হাটে এখন লোকসানে বিক্রি করতে হচ্ছে গরু-মহিষ।