ফেইসবুক, উবার, জিমেইলের মতো বিশ্বখ্যাত অ্যাপ বলতে গেলে ব্যবহার না করে আমরা পারি না। বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন প্রয়োজনেই এসবসহ নানা ধরনের অ্যাপ স্মার্টফোনে ডাউনলোড করে নেই। কিন্তু ডাউলোডের সময় আমরা না দেখেই ফোনের অনেকে কিছুর অ্যাকসেসে ‘Agree’ করে দেই।এতে স্মার্টফোনের ক্যামেরা, এসএমএস-এমএমএস, কললিস্ট, স্টোরেজ, ছবি-ভিডিও, ক্যালেন্ডার, ডিভাইসের আইডি ও অন্যান্য তথ্য, মাইক্রোফোন, অডিও রেকর্ডসহ আপনার অনেক ব্যক্তিগত তথ্যই নিয়ে সেবাদাতা কোম্পানিগুলো।বিশ্বব্যাপী এখন ডেটা সুরক্ষা ও প্রাইভেসি অনেক গুরুত্বপূর্ণ। ব্যবহারকারীর ডেটা কোথায় ব্যবহার হতে পারে তার অন্যতম উদাহরণ ফেইসবুকের কেমব্রিজ অ্যানালিটিকার কেলেঙ্কারি। আছে আরও অনেক ঘটনা।সম্প্রতি দেশে অালোচনায় এসেছে পাঠাও। ব্যবহারকারীর এসএমএসও নিয়ে নেয়ার অভিযোগ স্টার্টআপটির বিরুদ্ধে।  ভিডিও লিংকটি দেখে নিন–