মেধাবী পরিচালক রাইসুল ইসলাম অনিকের পরিচালনায় প্রকাশিত হলো সংগীত শিল্পী বাধনের প্রথম মূলধারার মিউজিক ভিডিও ‘মেঘমালা’। প্রায় দেড় দশক চিত্র সম্পাদনা ও নাটক পরিচালনার পর পরিচালক ও চিত্র সম্পাদক রাইসুল ইসলাম মিউজিক ভিডিও বানালেন। মিউজিক ভিডিওটি প্রকাশ করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি  জোন।

‘মেঘমালা’ গানটির সংগীত পরিচালনা করেছেন শরিফুল ইসলাম। 

এদিকে ‘মেঘমালা’ গানটি এরই মধ্যে দর্শক স্রোতাদের অনেক ভাল লেগেছে বলে বলেছেন গানটির শিল্পী বাধন চৌধুরী। তিনি বলেন, এইটির সুর এত মিষ্টি যে অলটাইম শুনতেই ইচ্ছে করবে সবার। আর অনিক ভাই এত সুন্দর ভিডিও বানিয়েছে যে কেউ দেখলে অার শেষ না করে উঠতে পারবে না। গল্পটা এতো সুন্দর করে গানের সাথে মিলে গেছে না দেখার আগে আমি বিশ্বাস করতে পারিনি। এই জন্য অনিক ভাইকে অনেক অনেক কৃতজ্ঞতা যে তিনি আমাকে তার সাথে কাজ করার একটা সুযোগ দিয়েছেন।

পরিচালকের সাথে পরিচয় কিভাবে সেটা জানতে চাইলে বাধন বলেন, অনিক ভাইকে আমি প্রথম দেখি ফেইসবুকে। তার কিছু কাজের ইউটিউব লিংক পায় তার প্রোফাইলে কাজ গুলো দেখে আমার এতো ভাল লাগে যে ভাইয়ার সাথে দেখা করার জন্য বারবার তাকে বলতে থাকি অবশেষে একদিন তার অফিসে ১৫ মিনিটের জন্য দেখা করে আমার মিউজিক ভিডিও বানাতে বলি। এরপর ১ বছর অামাকে অপেক্ষা করতে হয়েছে তার সাথে কাজ করার জন্য। ফাইনালি আমি অনেক হ্যাপি। আর অপেক্ষার ফল যে মিষ্টি হয় সেটা গানটি দেখলেই বুঝতে পারবেন।

এরপর গানটি নিয়ে পরিচালক রাইসুল ইসলাম অনিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই গানের সাথে নাকি এই মাসেই আরো ১০টি মিউজিক ভিডিও ব্যান্ড মিউজিক এক্সপ্রেসের ব্যানারে বাজারে অাসছে। এছাড়াও বর্তমানে দূরবীণ ব্যান্ডের একটি সুফি গানের মিউজিক ভিডিও এবং কিছু টিভি কমারসিয়াল নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

অন্যদিকে ‘মেঘমালা’ গানটিতে বর্তমান সময়ের গভীর প্রেম ও সামাজিক অবক্ষয় এবং শেষ পরিনতির চিত্র তুলে অসাধারন ভাবে তুলে ধরা হয়েছে। গল্পের দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন রায়হান এবং পড়শি রুমি।

এছাড়াও গানটি র্নিমিত হয়েছে সংগী প্রডাকশন থেকে এবং প্রযোজনা করেছেন সিডি জোনের কর্ণধর মো: আব্দুল্লাহ বুলু।