img

আপনার আজকের দিনটি কেমন যাবে? সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির পণ্ডিত নবকুমার ভট্টাচার্য। রাশি মিলিয়ে জেনে নিন অর্থ-কর্ম-প্রেম ভাগ্য।

মেষ- আজ আয়ের চেয়ে ব্যয় হবে বেশি। কর্মক্ষেত্র মোটামুটি স্থিতিশীল। শরীর নিয়ে উদ্বেগের প্রয়োজন নেই।

বৃষ- ব্যক্তিগত সমস্যাগুলি নিয়ে নিকটজনের সঙ্গে আলোচনা করুন, ফল পাবেন। অর্থযোগ শুভ।

মিথুন- কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন।

কর্কট- কর্মক্ষেত্রে আপনার অভিজ্ঞতাকে সবাই সাধুবাদ জানাবে। ব্যয় হবে অত্যধিক।

সিংহ- নতুন কিছু করতে গেলে মনে মনে প্রস্তুত হতে থাকুন। আপনা থেকেই যোগাযোগগুলি আসতে থাকবে।

কন্যা- কর্মক্ষেত্রে ব্যক্তিত্বের প্রসার ঘটবে। সময়মতো অর্থপ্রাপ্তিও হবে।

তুলা- নতুন উপার্জনের পথ খুলে যেতে পারে। আয়ব্যয় সমানভাবে চলতে থাকায় সঞ্চয় হবে না।

বৃশ্চিক- পরিশ্রমের ফল হাতেনাতে পাবেন। আজকের দিনটি প্রেমের ক্ষেত্রে উপযুক্ত নয়।

মকর- পরিবারের প্রত্যেকের সঙ্গে আলোচনা করে কাজ করুন। অর্থনৈতিক সাফল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কুম্ভ- কাজ অনুযায়ী প্রাপ্তি হবে। প্রেমের ক্ষেত্রটি আজ শুভ নয়।

মীন- কর্মক্ষেত্রে অতি সচেতনভাবে প্রতিটি সিদ্ধান্ত নেবেন। প্রেমের ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা।

ধনু- উত্তেজনামূলক কথাবার্তা উপেক্ষা করুন। বুদ্ধির দ্বারা আর্থিক লাভ সম্ভব।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ