img

নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হরিবোল’। সিনেমাটি প্রযোজনা করেছে 'বলেশ্বর ফিল্মস'। সম্প্রতি কথাসাহিত্যিক রেজা ঘটকের পরিচালনায় চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু হয়েছে। আর এর মাধ্যমেই চলচ্চিত্রকার হিসেবে নাম লেখাতে যাচ্ছেন রেজা ঘটক। সিনেমাটি নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ে নির্যাতিত এক নারীর সত্য ঘটনা অবলম্বনে। বাংলাদেশের একটি সংখ্যালঘু প্রান্তিক পরিবারের সমাজ কর্তৃক নিপীড়নের চিত্র দেখা যাবে এতে। এ ছাড়া পরবর্তী সময়ে ফারাক্কা বাঁধ দেওয়ায় পদ্মা নদীতে পানিপ্রবাহ কমে যাওয়ায় বলেশ্বর নদ ও তার শাখা-প্রশাখাগুলো ধীরে ধীরে মরে যায়। যার ফলে বলেশ্বর নদের তীরবর্তী জনপদের দুঃখ-দুর্দশা, হতাশা-প্রত্যাশা, ভালোবাসা ও প্রচলিত জীবনযাপন উঠে এসেছে সিনেমাটিতে।

পরিচালক রেজা ঘটক জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে অবশিষ্ট শুটিং এবং নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে ‘হরিবোল’ সিনেমার পোস্ট-প্রোডাকশন কাজ শেষ হবে। সিনেমাটির প্রিমিয়ার শো হবে পিরোজপুরে। এরপরই পরে সিনেমাটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইকতারুল ইসলাম, কাজী ফয়সল, তৃপ্তি সরেন, শেলী মণ্ডল, সেলিম হায়দার, জাহিদ হোসেন, প্রণব দাস, লিয়াকত লিকু, আলী ইউসুফ ববি, নলিনী মণ্ডল, রণজিৎ কুমার মণ্ডল, বিধান চন্দ্র বিশ্বাস, এমদাদ হাওলাদার, মনোজ কুমার মন্ডল, গৌতম কুমার মণ্ডল, প্রমানন্দ আকার্শন, অনাদী বালা, জাকির হোসেন হাওলাদার, আকাশ সিংহ, অনিক ঢালী, উৎস, অমিত, সৈকত মণ্ডল, সোহাগ মণ্ডল, চন্দন মণ্ডল, প্রান্ত মণ্ডল, অপূর্ব নাগ, সম্রাট মণ্ডল প্রমুখ।

এই বিভাগের আরও খবর