img

ভারত সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই লাদাখ সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে চীন। পাঠানো হয়েছে সামরিক সরঞ্জামও। বেইজিং এর এই সিদ্ধান্তকে শান্তি চুক্তি লঙ্ঘন বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। 

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চীনের আগ্রাসী আচরণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি হুমকিতে পড়ছে বলে মন্তব্য করেছেন। বেইজিংকে মোকাবিলায় ওয়াশিংটন দক্ষিণ এশিয়ায় সেনা পাঠাবে বলে জানান পম্পেও।

গত বুধবার লাদাখে চলমান উত্তেজনা নিরসনে একমত হয় চীন ও ভারত। তবে কথা রাখেনি চীন। বুধবার এমন দাবি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছে, শান্তিচুক্তি লঙ্ঘন করেই লাদাখে চীনের অংশ সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতি বাড়িয়েছে বেইজিং।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত স্যাটেলাইটের ছবিতেও দেখা গেছে, গালওয়ানে ভারত সীমান্ত ঘেঁষে সামরিক কার্যক্রম বাড়িয়েছে চীনা সেনারা। এতে ক্ষোভ জানিয়ে বেইজিং-এর আগ্রাসী আচরণ রুখতে ভারতীয় সেনারা প্রস্তুত বলেও জানিয়েছে নয়াদিল্লি। সেইসাথে নিজেদের সীমান্তে টহল জোরদার করেছে ভারতও। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন।

এই বিভাগের আরও খবর