img

করোনার প্রকোপ কমাতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী আমদানিতে শুল্ক-কর ছাড় দেয়া হয়েছে। আবার কিছু পণ্য উৎপাদনে কাঁচামাল আমদানিতেও ছাড় মিলেছে। ছাড় পাওয়া ওই পণ্যের তালিকায় আছে আইসোপ্রপাইল অ্যালকোহল, ননওভেন ফিলমেন্টস, কোভিড টেস্ট কিটস, জীবানুনাশক, ফেস শিল্ড, সার্জিকাল মাস্ক, মেডিকেল প্রটেকটিভ গিয়ার, গগলস, সারা শরীর আবৃত করার পোশাক ইত্যাদি। এসব পণ্য আনতে কোনো আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট, আগাম ভ্যাট, অগ্রিম কর ইত্যাদি দিতে হবে না।

শনিবার এই সংক্রান্ত আদেশ দিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) শুল্ক বিভাগ। তবে আমদানিকারককে অবশ্যই ইন্ডাষ্ট্রিয়াল আইআরসিভুক্ত ওষুধ কোম্পানি, মেডিকেল ইন্সট্রুমেন্ট উৎপাদক ও পোশাক উৎপাদক হতে হবে। আগামী ৩০ জুন পর্যন্ত এ ছাড় সুবিধা মিলবে।

এর আগে ৬ মে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও সার্জিক্যাল মাস্কের (ফেইস মাস্কসহ) স্থানীয় উৎপাদন, ব্যবসায়ী ও জোগানদার পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দেওয়া হয়েছে। স্থানীয় কোনো প্রতিষ্ঠান এসব পণ্য উৎপাদন করলে এই কর সুবিধা পাবে।

গত ২২ এপ্রিল পিপিইসহ আনুষঙ্গিক সব সামগ্রীর উপর আমদানি পর্যায়ে আমদানি শুল্ক, ভ্যাটসহ যাবতীয় শুল্ক-কর প্রত্যাহারে প্রজ্ঞাপনটি রহিত করা হয়।

জিরোআওয়ার২৪/এমএ   

এই বিভাগের আরও খবর