img

করোনাভাইরাসের প্রাণঘাতী থাবা থেকে বাদ যায়নি খেলার মাঠও। সম্প্রতি করোনা সৃষ্ট পরিস্থিতির কারণে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার অনির্দিষ্টকালের জন্যই স্থগিত হল বহুল প্রত্যাশিত এই খেলা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগরী ক্রিকেট কমিটির (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন। তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি যদি ভালো হয় তাহলে খেলা হবে। তবে যতক্ষণ পরিস্থিতি ভালো না হচ্ছে ততক্ষণ স্থগিত। ক্লাব গুলোকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।’

এদিকে, আগামী জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনাভাইরাসের কারণে সিরিজটিও স্থগিত হয়ে গেছে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ঢাকা লিগ শুরু হয়েছিল। করোনাভাইরাসের ঝুঁকি মাথায় নিয়েই মাঠে গড়ায় দেশের ঘরোয়া ক্রিকেটের একমাত্র লিস্ট ‘এ’ প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা। ৬টি ম্যাচ হওয়ার পর ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত হয়ে যায় বাকি খেলাগুলো।

জিরোআওয়ার২৪/আরএ

এই বিভাগের আরও খবর