img

বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই এগিয়ে আসছে, পিছিয়ে নেই আমাদের টাইগার রাও। নিজ নিজ অবস্থান থেকে, যে যেভাবে পারছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এমন সময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দুটি আবদার করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আজ রবিবার (১২ এপ্রিল), নড়াইল-২ আসনের সংসদ সদস্যের অবস্থান থেকে নিজ জেলার মানুষের জন্য আবদার দুটি করেছেন ম্যাশ।

প্রধানমন্ত্রীর কাছে মাশরাফির প্রথম আবদার, করোনার সংকট কালে যদি সম্ভব হয়, নড়াইল হাসপাতালে যেন একটা আইসিইউ বেড করে দেওয়া হয়।

দ্বিতীয়ত, মাশরাফি তার জেলার জন্য চাল চেয়েছেন। তিনি বলেছেন নড়াইলে ৯০০ টন চাল বরাদ্দ করা হয়েছিল। কিন্তু এখন এই জেলার মানুষ পাচ্ছে ৩০০ টন চাল। এই জেলায় প্রচুর দরিদ্র মানুষ রয়েছে। সেই বিবেচনায় যেন নড়াইলে ৯০০ টন চালই পাঠানো হয়। তাহলে জেলার মানুষ উপকৃত হয়।

উল্লেখ্য, আজ খুলনা এবং বরিশালের ১৬ জেলার প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতি নিয়ে কথা বলছেন তিনি। এই কনফারেন্সেই মাশরাফি তার চাওয়াগুলো তুলে ধরেন।

জিরোআওয়ার২৪/আরএ

এই বিভাগের আরও খবর