img

সাম্প্রতিক মহামারী এই করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের ক্রিকেটাররা তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তারা লোকজনকে সচেতন করার পাশাপাশি অর্থ দিয়ে এবং খাদ্য সামগ্রী দিয়েও পাশে দাঁড়াচ্ছেন নিম্ন আয়ের মানুষেদের।

সম্প্রতি, বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-২০ অধিনায়ক সালমা খাতুন করোনাভাইরাস সংক্রমণ রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, নিজ এলাকায় ৬০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীও বিতরণ করেছেন তিনি।

আজ শুক্রবার(৩ এপ্রিল) সালমা খাতুন বেলা ১১টায় খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের মিল্কি দেয়ারায় তার নিজ বাড়ির আশপাশের নিম্ন আয়ের ৬০টি পরিবারের মধ্যে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

সালমা বলেন, তার এই সাহায্য অব্যাহত থাকবে। তিনি সকল নারী ক্রিকেটারসহ ক্রীড়াঙ্গণের সবাইকে নিম্ন আয়ের খেঁটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাড়িতে থাকতে এবং বার বার সাবান দিয়ে হাত ধোয়ার অনুরোধ জানান। জিরোআওয়ার২৪/আরএ

এই বিভাগের আরও খবর