img

আবারও বেড়েছে দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধের মেয়াদ। এক সপ্তাহ বেড়ে, এখন ১১ এপ্রিল পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ থাকবে। ডিএসইর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।

এর আগে এ ছুটির মেয়াদ ছিল ৫ এপ্রিল পর্যন্ত। ডিএসই জানিয়েছে, সরকারের সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে ডিএসইর ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাপ্তরিক কাজ ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

অপর দিকে শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে সাধারণভাবে এ ধরনের লেনদেন বন্ধের সিদ্ধান্তের ক্ষেত্রে বেশির ভাগ সময় ডিএসইকে অনুসরণ করে থাকে সিএসই।

জিরোআওয়ার২৪/এমএ

এই বিভাগের আরও খবর