img

আজকের দিনে ঠিক ৯ বছর আগে ভারতবাসীর চোখে নায়ক হয়েছিলেন বাঁহাতি ওপেনার গৌতম গম্ভীর। ৯ বছর পর সেই স্থান থেকেই নিজের আগামী দুই বছরের পারিশ্রমিক দান করে দিয়েছেন গম্ভীর।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির ছক্কায় সেদিন দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। তবে কম যাননি গম্ভীর। প্রথম ওভারেই ভিরেন্দর শেবাগ ফিরে যাওয়ার পর, তিন নম্বরে নেমে করেছিলেন ৯৭ রান। ধোনির সঙ্গে গড়েছিলেন ১০৯ রানের জুটি। ফলে ফাইনাল ম্যাচের অন্যতম নায়ক ধরা হয় গম্ভীরকে। আজও, সেই একই তারিখে আরেকবার নায়ক হলেন ভারতীয়দের কাছে। এবার আরও বড় পরিসরে, দেশের মানুষের পাশে দাড়িয়ে, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে।

অবসর নিয়ে বর্তমানে রাজনীতিতে আছেন তিনি, সংসদ সদস্য হিসেবে রয়েছেন দেশের লোকসভায়। তাই আজ এত বড় কিছু করতে পারলেন তিনি। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভূত সংকটময় পরিস্থিতির মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে তহবিল গঠন করা হয়েছে, সেখানেই নিজের দুই বছরের বেতন দেয়ার কথা জানিয়েছেন গম্ভীর।

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘মানুষ জিজ্ঞেস করে, দেশ তাদের জন্য কী করতে পারে? কিন্তু আসল প্রশ্নটা হলো, আপনি দেশের জন্য কী করতে পারেন? আমি আমার দুই বছরের বেতন প্রধানমন্ত্রীর ফান্ডে দান করছি। আপনারও এগিয়ে আসা উচিৎ।’

এর আগে, নিজের সংসদ সদস্যের ফান্ড থেকেও ৫০ লাখ রুপি করোনা মোকাবিলায় দিয়েছিলেন গম্ভীর। এবার ঠিক কত রুপি দিচ্ছেন, তা পরিষ্কার করে জানাননি। তবে সংসদ সদস্য হিসেবে মাসে প্রায় ৩ লাখ রুপির কাছাকাছি পেয়ে থাকেন তিনি। এই হিসেবে দুই বছরে তার বেতন দাঁড়ায় প্রায় ৭২ লাখ টাকা। এর পুরোটাই তিনি দিচ্ছেন করোনা ফান্ডে।

তবে শুধু গম্ভীর একাই নন। করোনা মোকাবিলায় গড়া ফান্ডে সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন ভারতের অন্যান্য ক্রিকেটাররাও। এরই মধ্যে স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে মিলে ৩ কোটি রুপি দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া সৌরভ গাঙ্গুলি ৫০ লাখ, শচিন টেন্ডুলকার ৫০ লাখ, সুরেশ রায়না ৫২ লাখ, রোহিত শর্মা ৮০ লাখ ও অজিঙ্কা রাহানে দান করেছেন ১০ লাখ রুপি।

জিরোআওয়ার২৪/আরএ

এই বিভাগের আরও খবর