img

করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে সরকার থেকে সাপ্তাহিক ও সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে। তবে এই সময়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগ এবং সব অধস্তন আদালতের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ রোববার (২৯ মার্চ) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

ওই নির্দেশনায় বলা হয়, উদ্ভূত পরিস্থিতেতে আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে যে, করোনাভাইরাস প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার লক্ষ্যে ৪ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সাধারণ ছুটির সময়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং সকল অধস্তন আদালতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে ত্যাগ না করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, করোনাভাইরাসে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৮ জন, দেশে গত ২৪ ঘণ্টায় ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পরীক্ষায় নতুন করে কারও শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া মোট ১৫ জন সুস্থ আছেন এবং আর মৃত্যু হয়েছে ৫ জনের।

জিরোআওয়ার২৪/আরএ

এই বিভাগের আরও খবর