img

দিনে দিনে বেড়েই চলছে করোনাভাইরাসের তাণ্ডব। বৈশ্বিক মহামারী রুপ ধারণ করে এখন একে পর এক দেশকে গ্রাস করে যাচ্ছে। এমন অবস্থায়, এই ভাইরাসের প্রকোপ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশব্যাপী ঘোষণা করা হয়েছে লকডাউন। তবে অনেকি এই আদেশ মানছে না।

সম্প্রতি, এই আদেশ অমান্য করে বাড়ির বাইরে আসায় রুয়ান্ডায় দুই যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশ। ওয়াশিংটন পোস্টের খবরে জানানো হয়, রুয়ান্ডা ন্যাশনাল পুলিশের মুখপাত্র জন বস্কো ক্যাবেরা বলেন, নিহত দুই যুবক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। এরপর গুলি করা হয়।

পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে রুয়ান্ডার করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আর উপসাহারা অঞ্চলের দেশের মধ্যে এখানেই প্রথম করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করা হয়। সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয় গত রোববার থেকে। শুধু জরুরি পরিষেবাগুলো এ সময় চালু আছে।

রুয়ান্ডা থেকে পেরু, জর্ডান থেকে ইতালি—বিশ্বের বিভিন্ন দেশে লকডাউনের বিষয় নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে।

 জিরোআওয়ার২৪/আরএ

এই বিভাগের আরও খবর