img

বর্তমান করোনা পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে সরকারের দেয়া শর্তের ভিত্তিতে যেকোনো সময় মুক্তি পেতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৬ মাসের জন্য তার সাজা স্থগিতের ফাইলটি বর্তমানে কারা অধিদফতরে রয়েছে।

কারা সূত্র জানায়, সাজা বাতিলের ফাইলটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায়। সেখানে স্বরাষ্ট্র সচিবের স্বাক্ষরের পর কারা অধিদপ্তরে যায়। কারা অধিদপ্তর ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল কবির চৌধুরীর কাছে হস্তান্তর করবে। সেই কাগজ নিয়ে বিএসএমএমইউতে গিয়ে খালেদাকে মুক্তি দেবেন জেল সুপার।

এই বিষয়ে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা বলেন, ‘ফাইলটি আমাদের কাছে এসেছে। তাকে মুক্ত দেয়ার আনুষ্ঠানিকতা চলছে’।

এছাড়া, কারা অধিদপ্তর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল কবির চৌধুরীকে ফোন দিয়ে কাগজটি নিতে অধিদপ্তরে ডাকা হয়েছে বলেন জানান তিনি।

তিনি বলেন, ‘আমি কাগজটি নিতে অধিদপ্তরে যাচ্ছি’।

জিরোআওয়ার২৪/আরএ

এই বিভাগের আরও খবর