img

করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতি মোকাবেলায়, স্বল্পতা এসেছে নাগরিক জীবনের একাধিক সেবায়। এখন স্থগিত করা হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাও।

নির্বাচন কমিশন (ইসি) থেকে জানানো হয়েছে, আগামী ৩১শে মার্চ পর্যন্ত করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জাতীয় পরিচয়পত্র সেবা স্থগিত থাকবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইদুল ইসলাম বলেন, জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দেশের সব এনআইডি পরিষেবার অফিসসহ, সব ইসি অফিস বন্ধ থাকবে।

দেখা যাচ্ছে ইতালিফেরত প্রবাসীর অনেকেই ভোটার আইডি নিবন্ধন করতে বা কার্ড সংগ্রহ করতে ইসি অফিসে আসছেন। তাদের থেকে করোনা ছড়ানোর আশঙ্কা রয়েছে। ইসি কর্মীদের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে। তাই পরিস্থিতি সামলাতে ও ইসি কর্মীদের অভিযোগ পেয়ে এই এনআইডি সেবা স্থগিত করা হয়েছে।

তবে অন্যান্য জরুরি সেবাগুলো ৩১ মার্চ পর্যন্ত দেয়ার বিষয়ে ইসি অফিস, বিশেষ বিবেচনা করবে বলে জানান মহাপরিচালক সাইদুল ইসলাম।

জিরোআওয়ার২৪/এমএ

এই বিভাগের আরও খবর