img

প্রতিবছর স্বাধীনতা দিবসকে ঘিরে দেশ জুড়ে আয়োজিত হয় নানান অনুষ্ঠান। তবে এবছর করোনাভাইরাসের প্রভাব পড়েছে মানব জীবনে। তাই প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে বাতিল করা হয়েছে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে, এক সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক মহামারী করোনার কারণে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল ঘোষণা করছে আওয়ামী লীগ।

তিনি আরো বলেন, জনপ্রতিনিধিরা করোনাভাইরাসে স্থানীয়দের সতর্ক করুন। কারও করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে আমাদের জানান।

জিরোআওয়ার২৪/এমএ

এই বিভাগের আরও খবর