img

করোনার এই সংকটময় পরিস্থিতিতে এগিয়ে আসছে মানুষ। সাধারণ মানুষের মনবল বাড়াতে অবদান রাখছে বিনোদন জগতের অনেকেই। এবার এগিয়ে এসেছে দেশের পপ গায়িকা মিলা। দেশের জনগণকে করোনা সম্পর্কে সচেতন করতে মিলা তৈরি করেছেন একটি পালাগান। মিলা আশা করছেন, তার এই গান সচেতনতার বাণী হিসেবে আবদান রাখবে।

চীনের সীমানা পেড়িয়ে, করোনাভাইরাস হানা দিয়েছে পৃথিবীর বেশির ভাগ দেশে। আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। আতঙ্কিত মিডিয়ার কর্মীগণও। তাই নিজ নিজ ক্ষেত্র থেকে নানান ভাবে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন তারা।

মিলা তার এই পালা গানের নাম দিয়েছেন ‘করোনা সতর্কবার্তা’। যার কথা লিখেছেন মিলা, ছোট বোন মিশা ও তাঁর স্বামী আরিফিন মিলে। সুরও দিয়েছেন তারা। রাতে নিজের ফেসবুক দেয়ালে গতকাল রোববার গানটি আপলোড করেছেন মিলা। সাথে ছিল সচেতনতামূলক কিছু কথাও।

গান তৈরির অভিজ্ঞতা নিয়ে মিলা বলেন, এর আগে আমি কখনো পালাগান তৈরি করিনি। কিন্তু বর্তমান সময়ে একে অন্যের পাশে থাকাটাই হচ্ছে প্রয়োজন। তাই একজন শিল্পী হিসেবে গানে সচেতনতা তৈরির চেষ্টা করেছি। সবাই যেন সহজে বুঝতে পারে, তাই সহজ কথা ও সুরে গানটি তৈরির চেষ্টা করেছি।

জিরোআওয়ার২৪/এমএ

এই বিভাগের আরও খবর