বাংলাদেশে জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে ডাব্লুএইচও
বিশ্বজুড়ে নতুন করোনাভাইরাস (কোভিড–১৯) ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে বিশ্বের ১৭৬টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া এই রোগে আক্রান্ত হয়েছে প্রায় আড়াই লাখ মানুষ। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশ সরকারকে করোনভাইরাস প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে।
আজ শনিবার (২১ মার্চ) বিকেলে ডাব্লুএইচও-এর একটি প্রতিনিধিদল, যার নেতৃত্বে ছিলেন বাংলাদেশের প্রতিনিধি ডঃ বরদান জং রানা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সাথে তার বনানীর বাসভবনে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে এসব কথা হয় বলে গণমাধ্যমকে জানান মেয়র খোকন। বৈঠকে অনেক ক্ষতিগ্রস্থ দেশ যারা তাদের দেশকে লকডাউনের আওতায় এনে দারুণভাবে উপকৃত হয়ছে, সে বিষয়েও আলোচনা হয়।
এদিকে, বাংলাদেশের পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে ডাব্লুএইচওও।
এ বিষয়ে ডঃ বরদান বলেছেন ‘এই মুহুর্তে সামাজিক দূরত্ব জরুরি’।
অন্যদিকে, করোনাভাইরাস ঠেকাতে সব মিলিয়ে কমপক্ষে ২০টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি। এসব প্রকল্পের বিজ্ঞানীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে ডব্লিউএইচও এবং আশা করা হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যেই আবিষ্কৃত হবে কোভিড–১৯ প্রতিরোধের ভ্যাকসিন।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এ বি এম আবদুল্লাহ এবং ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জিরোআওয়ার২৪/আরএ