img

গোটা দেশ এখন ককরোনাভাইরাসের কালো ছায়া, সংক্রমণ ঘটেছে ইউরোপের বেশ কিছু ক্লাবেও। তবে দেপোর্তিভো আলাভেসের অবস্থা একটু বেশিই খারাপ বলা যায়। লা লিগার এ ক্লাবে করোনায় আক্রান্তের সংখ্যা আশ্চর্য হওয়ার মতই।

স্পেনের বাস্ক অঞ্চলের ক্লাব আলাভেস, গতকাল বুধবার (১৮ মার্চ) এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, এ ক্লাবে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ জন।

আলাভেসের ওয়েবসাইটে আক্রান্ত ব্যাক্তিদের বিষয়ে বলা হয়, ‘সব মিলিয়ে ১৫ জন টেস্টে পজিটিভ হয়েছে। এর মধ্যে তিনজন মূল দলের ফুটবলার। বাকিদের মধ্যে ৭ জন কোচিং স্টাফের এবং ৫ জন ক্লাবের অন্যান্য পেশাজীবী’।

এর আগে গত সোমবার লা লিগার আরেকটি ক্লাব ভ্যালেন্সিয়া জানায়, তাদের স্কোয়াডের ৩৫ শতাংশ ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

লা লিগা স্থগিত হওয়ার আগে ৭ মার্চ ভ্যালেন্সিয়া-আলাভেস মুখোমুখি হয়েছিল। সংবাদমাধ্যমের ধারণা, ভাইরাসের সংক্রমণ ওই ম্যাচ থেকে হতে পারে।

এদিকে, মঙ্গলবার ৫ জনের করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করেছে লা লিগার আরেক ক্লাব এস্পানিওল।

এছাড়া, রিয়াল মাদ্রিদ তাদের খেলোয়াড়দের ‘কোয়ারেন্টিন’-এ পাঠিয়েছে। রিয়ালের বাস্কেটবল দলের এক খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ইউরোপে ইতালির পর স্পেনেই করোনা বেশি বাজে মাত্রায় ছড়িয়েছে। সেখানে বুধবার(১৮ মার্চ) বিকেল পর্যন্ত প্রায় ১৪ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত মানুষের সংখ্যা ৫৫৮ জন।

জিরোআওয়ার২৪/আরএ

এই বিভাগের আরও খবর