img

খাটের পাশের সাইড টেবিল, অফিস ডেস্ক, সোফা কর্নার, সেন্টার টেবিল কিংবা বইয়ের শেলফ সাজাতে সবুজের চেয়ে ভাল অপশন নেই। রং-বেরঙের ছোট টবে বাহারি গাছ লাগিয়ে, অনায়াসেই ঘরের যেকোন কোণাকে প্রাণবন্ত করে তুলতে পারেন। জায়গা যেমন কম লাগে, তেমনি খরচও পড়ে কম। তাহলে জেনে নেওয়া যাক কম জায়গায় কী ধরনের গাছ লাগানো যাবে। আর কিভাবে তার যত্ন নিবেন।

গাছ বাছাই

ঘরের ভেতর সাধারণত ফুলগাছ ভাল থাকে না। অন্যদিকে মানিপ্ল্যান্ট, পাতা বাহারের মত গাছ খুব সহজেই ঘরে বেড়ে উঠে। আসলে সবই রোদের ব্যাপার। ফুল গাছের প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ রোদের প্রয়োজন হয়। তবে চাইলে প্রতিদিন কয়েক ঘন্টা রোদ দিয়ে সন্ধার পর ঘরে এনে রাখতে পারবেন ফুলগাছ। এরপর ঘরের গাছ হতে হবে আকারে ছোট। নির্দিষ্ট সময় পরপর অল্প পানি আর সপ্তাহে দুবার রোদে রাখলেই হবে। পাশাপাশি দুই মাসে সামান্য পরিমাণ অর্গ্যানিক সার দিতে হবে।

টব বাছাই

প্লাস্টিকের টবের চেয়ে মাটির টব অনেক বেশি উপযোগী ও পরিবেশ বান্ধব। ইন্টারনেট থেকে ধারনা নিয়ে পাতার রঙের সাথে সামঞ্জস্য রেখে টব রং করে নিন। বিভিন্ন সাইজ, ডিজাইন, রঙের টব ঝুলিয়ে, মাটিতে রেখে সাজিয়ে নিতে পারেন। কাঁচের বোতল এখন বেশ নজর কাড়ছে। পানিতে গাছ রাখার জন্য, সহজে ডেকোরেট করতে কাঁচের বোতলের জুড়ি নেই।

সাজানোর হরেক উপায়

  • ঘর সাজাতে, শুধু গাছ লাগানো যথেষ্ট নয়। ঘরের ব্যবহার, দেয়ালের রং, আসবাবপত্রের অবস্থান, রোদের সুযোগ সব চিন্তা করে নিতে হবে।
  • টবের চারিদিকে পাথর, মার্বেল, ম্যাট, ছোট শো-পিস ইত্যাদি সুবিধা অনুযায়ী ব্যবহার করতে হবে।
  • টবে সাদা রং করে তার উপরে লেবেলিং করে নিতে পারেন।
  • কুরুশের কাজ করা কভার দিয়ে মুড়ে নিতে পারেন ছোট টব।
  • রঙিন মোমবাতি দিয়েও সাজাতে পারেন।
  • হ্যাঙ্গিং টবে ঝুলিয়ে দিতে পারেন মিনি লাইট চেইন।
  • ক্যাকটাসের টবে রঙিন নুড়ি দারুণ দেখাবে।
  • কাঁচের বোতলের একেবারে নীচে স্ট্রিং এলইডি লাইট পেচিয়ে নিতে পারেন।
  • আপনার আঁকার হাত ভাল হলে মাটির পটে ফুটিয়ে তুলুন পছন্দের ডিজাইন।
  • গ্লিটার দিয়েও সাধারণ টবকে অসাধারণ করে তোলা যায়।
  • প্লেইন দেয়ালের সামনে জিয়োমেট্রিক প্যাটার্নের টব রাখতে পারেন।

চেষ্টা করুন বাড়িতে ফেলে রাখা পুরানো জিনিস (কাঁচের বয়াম, পুরনো কফিমগ, ট্রে, আইসক্রিম জার ইত্যাদি) রিসাইকেল করে টব হিসেবে ব্যবহার করতে। এতে ঘর যেমন হালকা হবে, তেমনি কম খরচে মন মতো টব পেয়ে যাবেন। চোখের আরাম আর মন ভাল করতে গাছের জুড়ি নেই। তাই আপনার চারপাশ বাহারি ইনডোর প্লান্ট দিয়ে সাজিয়ে তুলুন।

জিরোআওয়ার২৪/এমএ

এই বিভাগের আরও খবর