img

আজ ১৭ মার্চ। ১৯২০ সালের এই দিনে বাংলার বুকে জন্মগ্রহণ করেন শেখ পরিবারের আদরের ‘খোকা’। টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া এই খোকা, ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাঙালির ‘মুজিব ভাই’, ‘শ্রেষ্ট নেতা’ এবং ‘বঙ্গবন্ধু’। যার হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা, জন্ম নেয় বাংলাদেশ। ৫৫ বছর বয়সে কিছু বিপথগামী সেনা কেড়ে নেন তাঁর প্রাণ। কিন্তু দেশের প্রতিটি কোনায় আজও উচ্চারিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। আজ এই নেতার শততম জন্মদিন। শুভ জন্মদিন নেতা।

আজ তাঁর জন্মক্ষণ রাত আটটায় সারা দেশে উৎসবের ফোয়ারা ছোটাবে আতশবাজির ঝলকানি।

জনতার নেতা মুজিব না থাকলেও তাঁর আদর্শ ও অনুপ্রেরণা আজও বাঙালির মননে গেঁথে আছে। শ্রদ্ধায়, ভালোবাসায়, কৃতজ্ঞচিত্তে আজ সারাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে স্মরণ করবে।

এই আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও বেসরকারি প্রতিষ্ঠান মাইটি বাইটের সমন্বয়ে চালু করা হয়েছে ‘মুজিবহান্ড্রেড’ ওয়েবাসইট। এই ওয়েবসাইটটির মাধ্যমে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের তথ্যসমূহ, তার লেখা বই,বিভিন্ন ডকুমেন্টেশন এবং জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের সব খবরাখবর পাওয়া যাবে। শুধু তাই নয়, রাত ৮টায় অনুষ্ঠিতব্য আয়জনের লাইভ দেখা এই ওয়েবসাইটে। লিংক-https://mujib100.gov.bd/pages/events/today.html

এদিকে, করোনা পরিস্থিতির কারণে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস ও সংক্ষিপ্ত করা হয়েছে। বড় পরিসরে জনসমাগম করা হচ্ছে না। তেজগাঁওয়ের জাতীয় প্যারেড স্কয়ারে উপস্থিত থাকার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশি-বিদেশি বরেণ্য ব্যক্তিদের। কিন্তু এ অনুষ্ঠানটি হচ্ছে না। বেশির ভাগ কর্মসূচি টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচার করা হবে। আতশবাজির ঝলকানি দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে রাত ৮টায় যার নাম দেয়া হয়েছে 'মুক্তির মহানায়ক'।

জিরোআওয়ার২৪/আরএ

এই বিভাগের আরও খবর