করোনায় স্থগিত বাংলাদেশের পাকিস্তান সফর
গোটা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে করোনাভাইরাস, যার প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। ইতিমধ্যে একাধিক ইভেন্ট বাতিলসহ স্থগিত করা হয়েছে অসংখ্য ম্যাচ।
এবার করোনার কারণে বাংলাদেশ সিরিজ স্থগিত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তৃতীয় দফায় বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের ব্যাপারে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল আগেই। অবশেষে হলোও তাই।
আগের দুই দফায় পাকিস্তান থেকে টি-টোয়েন্টি ও টেস্ট খেলে এসেছে টাইগাররা। এবার তৃতীয় ধাপে এক ওয়ানডে ও এক টেস্ট খেলতে চলতি মাসের ২৯ তারিখে করাচি যাওয়ার কথা ছিলো মুমিনুল হক, তামিম ইকবালদের। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই সফরটি আপাতত হবে না। এতে সম্মতি প্রকাশ করেছে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
আজ সোমবার (১৬ মার্চ) সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে বিসিবি ও পিসিবি। তারা জানিয়েছে শীঘ্রই দুই দল মিলে সমঝোতার মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ম্যাচটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
যেহেতু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই টেস্ট সিরিজটি। তাই সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতেই হবে দুই দলকে। অন্যথায় পয়েন্টজনিত সমস্যায় পড়তে হতে পারে। আর এ ম্যাচটি খেলে ফেলতে হবে ২০২১ সালের মার্চের মধ্যেই।
উল্লেখ্য, পাকিস্তান কাপ-ওয়ানডে টুর্নামেন্টও স্থগিত করেছে পিসিবি। আগামী ২৫ মার্চ থেকে এটি শুরু হওয়ার কথা ছিল। একই কারণে পিএসএলের বাকি ম্যাচগুলো দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা।
জিরোআওয়ার২৪/আরএ