img

প্রাণঘাতী করোনাভাইরাস সারাবিশ্বে মানুষকে বিভিন্ন খাতে ক্ষতি করেছে। যার সবচেয়ে বেশি প্রভাব পরেছে আন্তর্জাতিক বাণিজ্যে। এরই পদক্ষেপ হিসেবে বিশ্বজুড়ে সব স্টোর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে অ্যাপল। আগামী ২৭ মার্চ পর্যন্ত স্টোরগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছে অ্যাপল প্রধান টিম কুক।

এর আগে গত মাসে চীনে ৪২টি স্টোর বন্ধ করে প্রতিষ্ঠানটি। গত সপ্তাহ থেকে চীনের বন্ধ স্টোরগুলো খুলতে শুরু করে তাঁরা।

অ্যাপলের সবচেয়ে বড় বাজারগুলোর একটি চীন। গত মাসে আয়ের লক্ষ্যমাত্রা কমিয়ে আনার মূল কারণ হিসেবে চীনে বিক্রয়কেন্দ্রগুলো বন্ধ থাকাকে দায়ি করে অ্যাপল।

এ বিষয়ে টিম কুক বলেছেন, ভাইরাস সংক্রমণের ঝুঁকি হ্রাস করার সবচেয়ে কার্যকর উপায় হল জনসমাগম কমানো। আমাদের কর্মী ও গ্রাহকদের সুরক্ষার জন্য আমরা স্টোরগুলো সাময়িক বন্ধ করছি। তবে অ্যাপলের অনলাইন স্টোর খোলা থাকবে। যদি সম্ভব হয় তাহলে চীনের বাইরের কর্মীরা বাড়ি থেকে কাজ করবে।

উল্লেখ্য, চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলে সাময়িক সময়ের জন্য দেশটিতে অবস্থিত সব স্টোর, কন্টাক সেন্টার ও উৎপাদন কারখানা বন্ধ করেছিল অ্যাপল।

এই বিভাগের আরও খবর