img

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে অনুরোধ করেছিলো একমাত্র ওয়ানডের সময়সূচি বদলানোর জন্য। পিসিবি আজ নিশ্চিত করেছে পিসিবি সে অনুরোধে সাড়া দিয়েছে। 

বদলে গেছে ৩য় দফায় বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি। এর আগে ২য় দফায় পাকিস্তান সফরে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ১ম টেস্ট খেলেছিল বাংলাদেশ। ঐ টেস্টের আগে ওভাবে প্রস্তুতি না নেওয়া বাংলাদেশ দল মাঠের ক্রিকেটে বাজে পারফর্ম করেছে। 

তাই এবার ২য় টেস্ট খেলার আগে একটু বেশি সময় অনুশীলন করতে চায় বাংলাদেশ দল। তাই টেস্টের আগে একমাত্র ওয়ানডেটি আরো আগে করার অনুরোধ করে বিসিবি।

একমাত্র ওয়ানডেটি মাঠে গড়ানোর কথা ছিল ৩ এপ্রিল। কিন্তু পরিবর্তিত সূচিতে সেটি অনুষ্ঠিত হবে ১ এপ্রিল। যদিও ভেন্যুতে আসেনি কোন পরিবর্তন। নতুন সূচিতে বাংলাদেশ দল করাচিতে পৌঁছাবে ২৯ মার্চ।

বাংলাদেশের পাকিস্তান তৃতীয় দফার সফরের সূচিঃ

বাংলাদেশ করাচিতে পৌঁছাবে- ২৯ মার্চ

একমাত্র ওয়ানডে- ১ এপ্রিল, করাচি ন্যাশনাল স্টেডিয়াম, পাকিস্তান

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২য় টেস্ট- ৫-৯ এপ্রিল, করাচি ন্যাশনাল স্টেডিয়াম, পাকিস্তান।

এই বিভাগের আরও খবর