img

পদ্মায় ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ। স্থানীয়দের কাছে মাছটি ‘ম্যাগনেট মাছ’ নামে পরিচিত। আজ শনিবার ভোরে নড়িয়া উপজেলার শুরেশ্বর এলাকার কালাই গ্রামের মো. জহির মিয়ার জালে সাড়ে ৩ কেজি ওজনের এ মাছটি ধরা পড়ে।স্থানীয়রা জানান, প্রতিদিনের মতোই মধ্যরাত থেকে মাঝপদ্মায় নৌকা নিয়ে জাল ফেলেন ওই জেলে। এ সময় ভোর রাতের দিকে হঠাৎ করে তার জালে একটি ভিন্ন আকৃতির মাছ আটকা পড়ে। পরবর্তীতে সকাল সাড়ে ৭টার দিকে জেলেরা মাছটি বিক্রির জন্য মাওয়া ঘাটের শ্রী জীবন দাশের মৎস্য আড়তে নিয়ে আসেন। এ সময় উৎসুক জনতা ওই আড়তে ভিড় জমান।আড়তে এ মাছটির দাম তিন থেকে চার হাজার টাকা উঠলেও খুচরা বিক্রেতারা মাছটি না কিনে উপজেলার প্রাণী জাদুঘরে খবর দেন। মৎস্য আড়ত মালিকের সহযোগিতায় জাদুঘরের মাঠকর্মীদের কাছে মাছটি হস্তান্তর করা হয়।স্থানীয়দের বলছেন, মাছটি সাগর থেকে ভাসতে ভাসতে পদ্মায় চলে আসতে পারে। তারা দীর্ঘদিন ধরে আড়তে এমন মাছ দেখেননি।

এই বিভাগের আরও খবর