img

নাঈম হাসানের ঘূর্ণি জাদুতেই একমাত্র টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেছে বাংলাদেশ। তার বিষমাখা ঘূর্ণির যেন কোনো জবাব ছিল না সফরকারী দলের ব্যাটসম্যানদের কাছে। দিন শেষে জিম্বাবুয়ের ছয় উইকেটের মধ্যে নাঈম একাই নিয়েছেন চারটি!আজ শনিবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। প্রথম ইনিংসের অষ্টম ওভারেই রাহী উইকেটের দেখা পেলেও ধীরে ধীরে ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে নেয় জিম্বাবুয়ে। আরভিনের সেঞ্চুরি আর মাসভাউরের হাফসেঞ্চুরিতে প্রথম দিন শেষে দলটির সংগ্রহ ছয় উইকেট হারিয়ে ২২৮  রান। ক্রিজে আছেন চাকাবা ৯ ও টিরিপানো শূন্য রানে।শুরুটা আবু জায়েদ রাহীর হাত ধরে এলেও দিন শেষে নায়ক নাঈম। ৩৬ ওভার বোলিং করে মাত্র ৬৮ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। মেডেন দিয়েছেন আটটি। এই ৩৬ ওভারের মধ্যে নাঈম আবার টানা করেছেন ৩২ ওভার!কীভাবে সম্ভব হয়েছে এভাবে টানা বোলিং করা? এমন প্রশ্নে নাঈম বলেন, ‘আমি চেষ্টা করেছি এক জায়গায় বল ফেলার। টানা বোলিং করেছি; বিসিএল থেকে অভ্যাসটা হয়ে গেছে। এই উইকেটে আমরা খুশি’।শেষ বিকেলে ৮৯তম ওভারে এসে সেঞ্চুরিয়ান ক্রেইগ আরভিনকে সাজঘরে পাঠিয়েছেন নাঈমই। জিম্বাবুয়ে অধিনায়কের উইকেট বাংলাদেশকে অনেকটা এগিয়ে দেয়। আরভিন ক্রিজে থাকলে টাইগারদের অস্বস্তি আরও বাড়তো।এখন বাংলাদেশের লক্ষ্য হলো, তাদের দ্রুত অলআউট করা। নাঈম বলেন, ‘দিনের শেষ ভাগে আমরা আরভিনের উইকেট নিয়েছি। চেষ্টা করব যত দ্রুত সম্ভব তাদের অলআউট করার। আমরা খুব ভালো অবস্থানে আছি।’

এই বিভাগের আরও খবর