img

বগুড়ায় গোপন বৈঠক করার সময় ইসলামী ছাত্রশিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেরার আব্দুল হাই সিদ্দিক (২৮), বনানী গন্ডগ্রামের ইউনুস আলী (২৫), দুপচাঁচিয়ার কুরাহারের জুয়েল রানা (২৮), শিবগঞ্জর আজিমপুরের দেলওয়ার হোসেন সাইদী (২৫), গাইবান্ধার মরুয়াদহ এলাকার এনামুল হক (২৫), রংপুরের গঙ্গাচড়ার তৌহিদুল ইসলাম (২২), গাইবান্ধার সুন্দরগঞ্জের আল আমিন (২৫), আদমদীঘির করইলের এ্যাড: সাইফুদ্দিন (৩১) ও নীলফামারি ডিমলার আব্দুর রহিম (২৪)।জানা গেছে, বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনে রেটিনা কোচিং সেন্টারে শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। এমন সংবাদ পেয়ে পুলিশ রেটিনা কোচিং সেন্টার ঘেরাও করে। পরে সেখান থেকে একজন আইনজীবীসহ ৯ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।অভিযানে অংশ নেওয়া সদর পুলিশ ফাড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, রেটিনা কোচিং সেন্টারে কোরআন শিক্ষার নামে শিবিরের গোপন বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।শিবির নেতাকর্মী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, তারা সবাই নাশকতার জন্য গোপন বৈঠকে মিলিত হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। রাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এই বিভাগের আরও খবর