| 17 February, 2020
বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন অ্যাড. মিলন

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. আমিরুল আলম মিলন। আজ সোমবার বিকেল ৫টার দিকে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন।এ সময় তিনি বলেন, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, স্বাধীনতার প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক। আগামী ২১ মার্চ নির্বাচনে উন্নয়নের প্রতীক হিসেবে নৌকায় ভোট দিয়ে জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।এ সময় সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুর রহিম খান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান জনি, মোরেলগঞ্জ পৌর মেয়র অ্যাড মনিরুল হক তালুকদারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।