img

গাজীপুর মহানগরীর গাছা থানার পলাসোনা ও দীতপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ৩ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার পলাসোনা ও দীৎপুর এলাকায় পরিবেশ দূষণবিরোধী চালায়। এ সময় পলাসোনা এলাকায় শাপলা ব্রিকস ও পদ্মা ব্রিকস অ্যান্ড কোং এবং দীৎপুর এলাকায় ভাই ভাই ব্রিকস ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তার আগে ফায়ার সার্ভিস পানি দিয়ে ভাটাগুলোর আগুন নিভিয়ে ফেলে। 

এই বিভাগের আরও খবর