img

করোনাভাইরাসের কারণে থেমে গেল ফুটবল। ভাইরাসের প্রকোপ ঠেকাতে চাইনিজ সুপার লিগ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। এখন পর্যন্ত প্রায় দু’শ মানুষ প্রাণ হারিয়েছে এই ভাইরাসের প্রকোপে। চীন ছাড়াও ষোলোটি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

সূচি অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে চাইনিজ সুপার লিগ শুরু হওয়ার কথা ছিল। এখন কবে শুরু হবে, কেউ জানে না। শুধু লিগই নয়, চীনে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ম্যাচগুলোর ভবিষ্যৎও অনিশ্চিত এই ভাইরাসের কারণে। যদিও আন্তর্জাতিক ম্যাচের সূচির পরিবর্তন করা হয়নি এখনো।

কর্তৃপক্ষ বলছে, এই ভাইরাস প্রতিরোধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই প্রক্রিয়ার অংশ হিসেবে লিগের সময় পিছিয়ে দিয়েছেন তারা।

এই বিভাগের আরও খবর