img

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি ২৯ জুলাই থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার রেলওয়ের একটি সূত্র এ তথ্য জানায়। তবে কোনদিন কোন তারিখের টিকিট দেয়া হবে তা জানাতে পারেনি সূত্রটি।

রেলের সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি ঈদ ব্যবস্থাপনা নিয়ে রেলভবনে একটি বৈঠক করেছেন শীর্ষ কর্মকর্তারা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২৯ জুলাই থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হবে; যা চলবে ২ আগস্ট পর্যন্ত।

রেল সূত্র বলছে, ঈদুল ফিতরের মত কোরবানির ঈদেও রাজধানীর পাঁচ স্টেশন থেকে আগাম টিকিট বিক্রি করা হবে। এগুলো হচ্ছে- কমলাপুর, বিমানবন্দর, বনানী, তেজগাঁও ও ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন)।

এই বিভাগের আরও খবর