img

২০১৯ – ২০২০ অর্থ বছরের বাজেট এ ট্রেড লাইসেন্স হালনাগাদ করার সময় যে উৎস কর প্রদান করা হয় তা বৃদ্ধি করার হয়েছে ৬ গুন। ঢাকা উত্তর – ঢাকা দক্ষিন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এ যেখানে ট্রেড লাইসেন্স হালনাগাদ করতে উৎস কর দিতে হতো ৫০০ টাকা সেখানে ২০১৯-২০২০ অর্থ বছরে ৬গুন বৃদ্ধি করা হয়েছে অথাৎ গুনতে হবে আরো ২৫০০টাকা বেশি সব মিলে একটি ট্রেড লাইসেন্স হালনাগাদ করতে উৎস কর প্রদান করতে হবে ৩০০০টাকা । একই ভাবে অন্যন্য সিটি করপোরেশন এলাকায় ৩০০টাকার পরিবর্তে ২০০০টাকা এবং পৌরসভা সদর এলাকায় ৩০০টাকার পরিবর্তে ১০০০টাকা এবং পৌরসভায় ১০০টাকার পরিবর্তে ৫০০টাকা করার হয়েছে। উৎসকর বৃদ্ধি করার ফলে একটি ট্রেড লাইসেন্স করতে যতো টাকা লাগবে হালনাগাদ করতে তার চাইতে ৩০০০টাকা বেশি লাগবে। ইতিমধ্যে আজকের দুপুর ৩ ঘটিকায় সোনালী ব্যাঙ্ক গুলশান ২ শাখায় গিয়ে দেখা গিয়েছে কর বৃদ্ধির জন্য ২.৩০ এর পর সকল প্রকার উৎস কর নেয়া বন্ধ করে দেয়া হয়েছে ।

এই বিভাগের আরও খবর