রাজধানীতে কার পার্কিং থেকে অবৈধ স্থাপনা সরাতে হাইকোর্টের নির্দেশ
ঢাকা মহানগরের যেসব কার পার্কিংয়ে অবৈধভাবে অন্য স্থাপনা নির্মাণ করে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে, তা অপসারণে সংশ্লিষ্ট ভবন মালিককে নোটিশ দিতে রাজউককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিটটি করেন মনজিল মোরসেদ।
নোটিশপ্রাপ্তির এক মাসের মধ্যে ওইসব অননুমোদিত স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। যদি নোটিশপ্রাপ্তির পর অপসারণ না করা হয়, তাহলে এক মাসের মধ্যে রাজউককে তা ভেঙে ফেলতে বলা হয়েছে।
আর ভাঙার খরচ ভবন মালিকের কাছ থেকে আদায় করতে বলেছে হাইকোর্ট।
২০১৫ সালে হাইকোর্ট রুল জারি করে। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় দেয়া হয়।
রাজধানীতে নির্মিত ১০ তলার ওপরের বহুতল ভবনের পার্কিং স্পেস দখল করে অন্য কাজে ব্যবহার করছে ভবন মালিকরা।
একইসঙ্গে কোনো কোনো ভবনের নিচের অংশে পুরোটাই দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে বা পজেশন আকারে অন্যত্র বিক্রি করে দিয়েছে মালিকরা।
এসব ভবনের মালিকরা কোনো রকম নিয়ম না মেনে পার্কিং স্পেসে গাড়ি রাখার পরিবর্তে অন্য কাজে ব্যবহার করছেন। যা ইমারত বিধিমালা অনুযায়ী অপরাধ।