img

বন্ধ করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবার খুলে দেওয়া হয়েছে রাজধানীর উত্তরার আড়ংয়ের আউটলেটটি। এর আগে পাঞ্জাবি দ্বিগুণ দামে বিক্রির দায়ে আউটলেটটি সোমবার (৩ জুন) বন্ধ করে দেয়া হয়।
আউটলেটটি খুলে দেয়ার বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, সোমবার রাত ৮টার দিকে আউটলেটটি খুলে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, মোহাম্মদ ইব্রাহীম হোসেন নামের এক ব্যক্তি সম্প্রতি অভিযোগ করেন, আড়ংয়ের উত্তরা আউটলেটে ৭৩০ টাকা দামের পাঞ্জাবি এক সপ্তাহ পর ১৩০৭ টাকায় বিক্রি হচ্ছে। এরপর সোমবার দুপুরে উত্তরা আড়ংয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযোগের প্রমাণ পেয়ে আউটলেটটিকে সাড়ে চার লাখ টাকা জরিমানার পাশাপাশি ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়।

এই বিভাগের আরও খবর