img

বিরোধী দলের গঠনমূলক সমালোচনাকে উপভোগ করেন বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'অপজিশন না থাকলে, সমালোচনা না থাকলে শুদ্ধ হওয়া যায় না।'

মঙ্গলবার রাজধানীর সড়ক ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘সরকার কোনো ভুল করলে সেই ভুল বিরোধী দলের গঠনমূলক সমালোচনা থেকে শুদ্ধ হওয়ার সুযোগ আমরা পেতে পারি। শরিকদের সমালোচনা ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। কেননা সমালোচনার বিশ্লেষণ করেই ভুল-ত্রুটি দূর করা সম্ভব।’

ঐক্যফ্রন্টের গণশুনানি, গণতামাশায় রূপ নিলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ