img

‘আগামীকাল ০২ জানুয়ারি সকাল পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে নব-নির্বাচিত সংসদ সদস্য এবং প্রেসিডিয়াম সদস্যদের সাথে অনুষ্ঠেয় যৌথ সভায় সিদ্ধান্ত হবে জাতীয় পার্টি সরকারে নাকি বিরোধী দলে থাকবে’

জাতীয় পার্টির মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, নির্বাচনের ফলাফলে আমরা সন্তুষ্ট নই, জাতীয় পার্টির আরো বেশি আসনে জয়ী হওয়ার কথা ছিলো। মঙ্গলবার জাতীয় পার্টির বনানী অফিসে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মসিউর রহমান রাঙ্গা বলেন, আগামীকাল ০২ জানুয়ারি সকাল পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে নব-নির্বাচিত সংসদ সদস্য এবং প্রেসিডিয়াম সদস্যদের সাথে অনুষ্ঠেয় যৌথ সভায় সিদ্ধান্ত হবে জাতীয় পার্টি সরকারে নাকি বিরোধী দলে থাকবে। তিনি বলেন, এরপর মহাজোটের সাথেও আলোচনা হবে এ বিষয়ে।

তিনি আরো বলেন, ‘জাতীয় পার্টির বর্তমানে দেশের  দ্বিতীয় বৃহত্তম ও শক্তিশালী দল। আগামী দিনে জাতীয় পার্টিকে একটি গণতন্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করবো আমরা। দলকে আরো সংগঠিত করাই হবে এখন পার্টির জন্য প্রধান কাজ। যাতে আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারে, সেজন্যও প্রস্তুতি নিতে হবে এখন থেকেই।

 আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মাসুদা এম রশীদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান- রওশন আরা মান্নান, আলমগীর সিকদার লোটন, বাহাউদ্দিন বাবুল, নুরুল ইসলাম নুরু, যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, জহিরুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক- ফখরুল আহসান শাহজাদা, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক- মোঃ বেলাল হোসেন, প্রচার সম্পাদক- খোরশেদ আরা খুশু, ডাঃ সেলিমা খান, রমজান আলী ভূঁইয়া, শেখ শান্ত। প্রেসিডিয়াম সদস্য নূরে হাসনা লিলি চৌধুরী, উপদেষ্টা- ড. মোঃ নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান- এম.এ. তালহা, জিয়াউল হক মৃধা, যুগ্ম মহাসচিব- মোস্তাকুর রহমান মোস্তাক, সম্পাদক মন্ডলীর সদস্য, কেন্দ্রীয় নেতারা

 

এই বিভাগের আরও খবর