img

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর তল্লাশি অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকালেই রাজধানীর কয়েকটি জায়গায় চেটপোস্ট বসায় সেনাবাহিনী। এসময় গাড়ি থামিয়ে তাতে তল্লাশি করা হয়।

সরজমিনে দেখা যায়, সেনাবাহিনীর এক প্ল্যাটন (৩৫ জন) সদস্য সকাল থেকে বাংলামোটরে অবস্থান নিয়েছে। এ সময় ফার্মগেট টু শাহবাগ রোডের প্রতিটি গাড়ির লাইসেন্স চেক করছে। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন।

নির্বাচনে দায়িত্ব পালনে ২৪ ডিসেম্বর মাঠে নেমেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীর সদস্যরাও নির্বাচনে দায়িত্ব পালন করবেন। ২ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবেন। ৩৮৯ উপজেলায় সেনা ও উপকূলবর্তী ১৮টি উপজেলায় নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া গত ১৮ ডিসেম্বর থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছেন এক হাজার ১৬ প্লাটুন বিজিবি সদস্য।

Sourse:bangla.report

এই বিভাগের আরও খবর