img

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস এমপির পোস্টার ছেঁড়ার অভিযোগে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী নার্গিস আক্তারসহ ১৬ জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। একই সাথে তাদের রিমান্ডের আবেদন বাতিল  করে ৩ কার্যদিবসের মধ্য জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকালে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম  এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই নুর উদ্দিন আসামিদের আদালতে হাজির করে জড়িত থাকা, প্রকৃত মদদ দাতা ও জড়িত পলাতক আসামিদের সম্পর্কে তথ্য ও পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন চান।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

অভিযুক্ত আসামিরা হলেন- মাসুম হাওলাদার, ইসমাঈল হোসেন বাদল, কাজী জয়নাল আবেদীন, সালাউদ্দিন সিকদার, মিজান, ইদ্রিস আলী, রফিকুল ইসলাম, ওমর আব্দুল্লাহ শাহীন, হায়দার আলী, তৌফিকুর রহমান খান, নাহিদুজ্জামান, আ: রজিম রনি, আলাউদ্দিন বাবু, জাকির হোসেন ও ফারুক।

উল্লেখ্য, চলতি মাসের ২৪ তারিখ সন্ধ্যার দিকে মামলার বাদী বাবু হাওলাদারের দোকানের সামনে দিয়ে মিছিলসহ যাওয়ার সময় বাদীর দোকানের পাশে নৌকা মার্কার পোস্টার লাগানো দেখে তাকে পোস্টার ছিঁড়ে ফেলতে বলে।

আসামিদের মধ্যে কয়েকজন শেখ ফজলে নূর তাপসের পোস্টার ছেঁড়া শুরু করে। বাদী পোস্টার ছিঁড়তে নিষেধ করলে তাকে মারধর করে।

এই বিভাগের আরও খবর