img

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বুধবার (২৬ ডিসেম্বর) থেকে শীতকালীন অবকাশ শুরু হয়েছে। আগামী ০৩ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, শিক্ষার্থীদের আবাসিক হল বন্ধ হচ্ছে ২৫ ডিসেম্বর থেকে।

তিনি বলেন, শীতকালীন ছুটি ৬ থেকে ১৭ জানুয়ারির পরিবর্তে ২৬ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

তবে ৪ ও ৫ জানুয়ারি শুক্র-শনিবার ছুটি থাকায় ক্লাস-পরীক্ষার কার্যক্রম ৬ জানুয়ারি থেকে শুরু হবে বলে প্রভাষ কুমার জানান। 

হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক জিন্নাত ফেরদৌসী বলেন, পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। ৩ জানুয়ারি সকাল ১০টায় হলগুলো খুলে দেওয়া হবে। 

এই বিভাগের আরও খবর