img

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মিডিয়ার কাছে ৩টি পয়েন্টের আলোকে খোলা চিঠি দিয়েছেন।

তিনি জানান, নির্বাচনী এলাকায় এখনো সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম কোনো পরিবেশ সৃষ্টি হয়নি। জাতীয় নির্বাচনের আর মাত্র ৪ দিন বাকি অথচ আমি এখনো নিরাপদে কোথাও কোনো গণসংযোগ করতে পারছি না। যেখানেই আমি গণসংযোগ কর্মসূচি দিচ্ছি সেখানেই সরকারদলীয় প্রার্থী কিংবা তার স্ত্রীর পাল্টা কর্মসূচি দেয়া হচ্ছে যাতে আমি আর সেই ইউনিয়ন বা এলাকায় না যাই। গতকালও আমি মুছাপুর ইউনিয়নসহ কয়েকটি পথসভায় গণসংযোগ করতে গেলে ছাত্রলীগ-যুবলীগ ও ভাড়াটে সন্ত্রাসীরা দফায় দফায় পথ আটকে নানা নোংরা ভাষায় উস্কানিমূলক স্লোগান দিয়ে গণসংযোগ কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

অন্যদিকে গত কয়েকদিন ধরে সরকারদলীয় সন্ত্রাসীরা আমাকে উদ্দেশ্য করে বিভিন্ন নোংরা ভাষায় স্লোগান দিয়ে আমার বাড়ির সামনে ও আশেপাশের এলাকায় সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত অনবরত বোমা ও ককটেল বিস্কোরণ ঘটিয়ে যাচ্ছে। যাতে অত্র এলাকার সাধারণ মানুষ ও ভোটারগণ আতঙ্কগ্রস্ত হয়ে ভোটের আগেই এলাকা ছেড়ে চলে যান। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এখনো বিভিন্ন মিথ্যা, সাজানো ও গায়েবি মামলা করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর