img

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্লজ্জ, অযোগ্য ও অকার্যকর, প্রধান নির্বাচন কমিশনের অবিলম্বে পদত্যাগ দাবি করছি।’

মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এই মুহূর্ত থেকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছি।’

হামলায় আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের রক্ত মাখা শরীর দেখিয়ে এর আগে মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়কে ওপর হামলা করে রক্তাক্ত করা হয়েছে। এটা কোনো নির্বাচন হচ্ছে না, রক্তের হলি খেলা হচ্ছে।’

এর পর জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে বিএনপির মির্জা ফখরুলের বিবৃতি পড়ে শুনান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা নজরুল ইসলাম খান।  

তিনি বলেন, ‘অবিলম্বে সিইসির পদত্যাগ দাবি করছি। এবং যথাযর্থই একজন নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিকে অনতিবিলম্বে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করার জন্য মহামান্য রাস্ট্রপতির নিকট দাবি জানাচ্ছি।’

এই বিভাগের আরও খবর