img

আগামীকাল দেশে ফিরছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে সাবেক এ রাষ্ট্রপতি খবরটি নিশ্চিত করে বলেছেন, ‘তিনি সুস্থ আছেন, বুধবার দেশে ফিরছেন।

গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এরশাদ। সফরসঙ্গী রয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সাবেক এ রাষ্ট্রপতির গত রাতে দেশে ফেরার কথা থাকলেও মেডিকেল চেকআপ শেষ না হওয়ায় ফিরতে পারেননি বলে জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর