img

 চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর মিছিলে গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে। একটি মতবিনিময় সভার জন্য তারা জড়ো হচ্ছিলেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চাম্বল মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে বাঁশখালী চাম্বল বাজারে জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর মতবিনিময় সভা হওয়ার কথা ছিল। এ নিয়ে সকাল থেকে স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছিল।

বিকেল সাড়ে ৪টার দিকে মাহমুদুল ইসলাম চৌধুরীর পক্ষে মিছিল নিয়ে অনুষ্ঠান স্থলে যাওয়ার পথে চাম্বল মাদরাসা এলাকায় হামলার ঘটনা ঘটে। এ সময় প্রায় সাত রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়।

গোলাগুলির ঘটনায় আটকা পড়েছেন মাহমুদুল ইসলাম চৌধুরীসহ শত শত নেতাকর্মী। জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের সমর্তকরা এ হামলা চালিয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

এই বিভাগের আরও খবর