জিরোওয়ার:  |  19 December, 2018							 
								 
							
							
							 
							নতুন বছরে শবনম ফারিয়ার বিয়ে
শোবিজে বিয়ের ধুম পড়েছে। তারই ধারাবাহিকতায় এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আগামী বছর পয়লা ফেব্রুয়ারি তিনি বিয়ে করবেন বলে জানান। বর হারুনুর রশীদ অপু। একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক।
২৬শে জানুয়ারি মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ফারিয়ার। বিয়ের এক দিন আগে হবে গায়ে হলুদ। শবনম ফারিয়া বলেন, দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিয়েটা দুই বছর আগেই হওয়ার কথা ছিল।কিন্তু সেই সময় অপুর বাবা মারা যাওয়ার কারণে পিছিয়ে যায় বিয়ে। এর এক বছরের মাথায় আবার আমার বাবা মারা যান। এ কারণে দুই বছর পিছিয়ে যায় আমাদের বিয়ে। সবকিছু গুছিয়ে উঠে এখন বিয়ের চূড়ান্ত দিন ধার্য হলো।

