img

শেই হোপ ফিরে গেলেও থামেনি ক্যারিবিয়ান ঝড়। নিকোলাস পুরান ও কিমো পলের ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল ৮ উইকেটে।

চারে প্রমোশন পেয়ে পল খেললেন ১৪ বলে ২৮ রানের ইনিংস। আরেক পাশে পুরান অপরাজিত ১৭ বলে ২৩ রান করে। ১৩০ রান তাড়ায় ক্যারিবিয়ানদের জয় ১০.৫ ওভারেই। এগিয়ে গেল তারা তিন ম্যাচের সিরিজে।

 

ইনিংসের দ্বিতীয় ওভারে মিরাজের বলে যে তাণ্ডবের শুরু, সেটি আর থামাতে পারেনি বাংলাদেশের কোনো বোলার। ব্যাটিং-বোলিং দুটিতেই বাংলাদেশের দিনটি ছিল চরম হতাশার।

৫৫ বল হাতে রেখে ১২০ বলের ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটের এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৯ ওভারে ১২৯ (তামিম ৫, লিটন ৬, সৌম্য ৬, সাকিব ৬১, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ১২, আরিফুল ১৭, সাইফ ১, মিরাজ ৮, আবু হায়দার ১*, মুস্তাফিজ ০; টমাস ১/৩৩, কটলের ৪/২৮, পল ২/২৩, ব্র্যাথওয়েট ১/১৩, অ্যালেন ১/১৯, পাওয়েল ০/৭)।

ওয়েস্ট ইন্ডিজ: ১০.৫ ওভারে ১৩০/২ (লুইস ১৮, হোপ ৫৫, পুরান ২৩*, পল ২৮*; সাকিব ০/৩২, মিরাজ ০/৩৭, আবু হায়দার ০/১৫, সাইফ ১/১৩, মুস্তাফিজ ০/১৫, মাহমুদউল্লাহ ১/১৩)

এই বিভাগের আরও খবর