img

রাজধানীর মিরপুরের ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের ফটকে হামলা করা হয় বলে অভিযোগ করেন গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামীম।

হামলার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করে তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর স্মৃতিসৌধে যান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে মুল ফটকে ড. কামাল হোসেনের গাড়ি বহরে হঠাৎ হামলা চালানো হয়। 

এ বিষয়ে শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩টায় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন সংবাদ সম্মেলন করবেন বলেও জানান গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামীম।  

এই বিভাগের আরও খবর