img

বাংলাদেশ থেকে গুগল সার্চে শীর্ষে রয়েছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিচ। অর্থাৎ বাংলাদেশ থেকে গুগলে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে ফুটবল বিশ্বকাপের সময় আলোচনায় আসা এ রাজনীতিবিদ। বাংলাদেশ থেকে গুগল সার্চে শীর্ষ দশ জনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সামাজিক যোগাযোগে ভাইরাল হওয়ার পর তারকা বনে যাওয়া হিরো আলম। 

এ তালিকা প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগল। 

বাংলাদেশ থেকে শীর্ষে থাকা বেগম খালেদা জিয়া আছেন নয় নম্বারে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফের আলোচনায় আসা হিরো আলম আছেন এ তালিকার দশ নম্বারে। 

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন চোখের জাদুতে কোটি পুরষের হৃদয় জয় করা ভারতের দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ। তিনি অবশ্য গুগল ইন্ডিয়ার সার্চে শীর্ষে রয়েছেন। তিন নম্বরে রয়েছেন ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেল, ৪ নম্বরে সাবেক পর্নোতারকা মিয়া খলিফা, ৫ নম্বরে বলিউড অভিনেত্রী সানি লিওন, ৬ নম্বরে ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে, ৭ নম্বরে পর্নোতারকা মিয়া মালকোভা ও ৮ নম্বরে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী মার্কিন গায়ক নিক জোনাস। 
 

এই বিভাগের আরও খবর